চাঁদ এর গুরুত্বপূর্ণ ৪১টি সমার্থক শব্দ ।।

 

চাঁদ এর গুরুত্বপূর্ণ ৪১টি সমার্থক শব্দ বা প্রতিশব্দ নিচে দেওয়া হলো -


bangla-somarthok-shobdo-Synonyms-of-moon


উত্তর - চাঁদ এর সমার্থক শব্দগুলো হলো-


বিধু, সোম, নিশাকর, শশধর, সুধানিধি, 


রাকেশ, নিশানাথ, ইন্দু, মৃগাঙ্ক, দ্বিজরাজ, 


কলাধর, সুধাংশু, নিশাকান্ত, রাকা, 


শীতাংশু, সুধাকর, হিমাংশু, রজনীকান্ত, 


কৌমুদীপতি, কুমুদপতি, তারানাথ, 


তারধিপ, ভারপতি, সিডর, কলানিধি, কাং, 


পূর্ণেন্দু অমা, দর্শ, বিজে, শরদিন্দু, চাদ, 


বালেন্দু, হিমকর, নিশামণি, শশাঙ্ক, চন্দ্রিমা, 


শশী, রাকাপতি, আম্ভোজ, রজনীকর ।



চাঁদ এর সমার্থক শব্দ  বা প্রতিশব্দ থেকে প্রতিযোগিতামূলক পরিক্ষায় বার বার  আসা গুরুত্বপূর্ণ  MCQ প্রশ্ন-


০১. চাঁদ এর সমার্থক শব্দ নিচের কোনটি ? 


(ক) নিশাকর।   (খ) ভানু। 


(গ) দিবাকর। (ঘ) জলধি। 



০২ "ইন্দু" শব্দের অর্থ ? 


(ক) চাঁদ। 

(খ) সূর্য। 

(গ) সমুদ্র। 

(ঘ) আদিত্য। 



০৩. চাঁদ এর প্রতিশব্দ কোনটি ? 

(ক) শর্বরী। 

(খ) শশীকর। 

(গ) শশধর। 

(ঘ) নীর। 



০৪. নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে ? 


(ক) সুধাংশু। 

(খ) চন্দ্র। 

(গ) সোম। 

(ঘ) বিভাবসু। 



০৫. সমার্থক শব্দগুচ্ছ নির্দেশ করো ? 


(ক) সুধাকর, ইন্দু। 

(খ) পুস্প,অরি। 

(গ) সুমন,দিনকর। 

(ঘ) পক্ষি,সবিতা। 



০৬. চাঁদ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?


(ক) তনু। 

(খ) নিশানাথ। 

(গ) ইন্দু। 

(ঘ) মৃগাঙ্ক। 



প্রতিশব্দ বা সমার্থক শব্দ কাকে বলে


সমার্থক শব্দের অর্থ হলো সমার্থবোধক, সমার্থসূচক, একার্থবোধক, এক বা অনুরুপ অর্থবিশিষ্ট। সমার্থক শব্দ এর ইংরেজি প্রতিশব্দ Synonym.


আকাশ শব্দের সমার্থক শব্দ।। 


নারী শব্দের সমার্থক শব্দ।। 


পাখি শব্দের সমার্থক শব্দ।। 


সূর্য এর গুরুত্বপূর্ণ ৪০টি সমার্থক শব্দ।।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url