নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি এবং নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল -


নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল -


নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি এবং নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার কৌশল নিচে দেওয়া হলো-

মনে রাখার সহযার্থে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি তা রঙিন করে দেখানো হলো-


1.নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল -


সধবা হোক বা বিধবা হোক আজকালকার সুজলা-সুফলা, রূপসী ললনারা অসূর্যম্পশ্যা না হওয়ায় আজ অরক্ষনীয়। 


তাই কলঙ্কিনী অর্ধাঙ্গিনী অন্তসত্তা হওয়ায় সৎমা এয়োদাই খুজতে গেল ।



নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি তা নিচে দেওয়া হলো ও শব্দগুলোর অর্থের সংকলন দেওয়া হলো-


সধবা/এয়ো- যে নারীর স্বামী জীবিত আছে


সপত্নী- স্বামীর দ্বিতীয় স্ত্রী, সতীন


কুলটা- অসতী নারী


বাইজি পেশাদার গায়িকা/নর্তকী


অসূর্যস্পশ্যা- যে নারী সূর্য দেখেনা (অন্তপুরে থাকে)


দাই- পালনকারী, ধাইমা, ধাত্রী


অরক্ষনীয়া- রক্ষা করা যায় না এমন


2.নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল
- নং-২

স্বদবা, বিধবা, সতীন যাই হোক না কেন ? এরা একে অপরের সপত্নী হয়েও ডাইনি, পেত্নী, শাকচুন্নী, কুলটা বলে ডাকে এদিকে রূপসী, স্বজনী,অসূর্যম্পশ্যা সমাজের অধাঙ্গিনী হয়েও বাইজির মতো অঙ্গনা অবস্থায় অন্তঃসত্বা হয়ে অরক্ষনীয়া সব রেখে ললনার সঙ্গে এয়ো ও দায়ি খুঁজতে যায়


নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল -


আমার আদেশ কোন সতীন, বিধবা, কুলটা,কে সপত্নী করা যাবে না।

আর অর্ধাঙ্গিনী কে অরক্ষনীয়া না হয়ে অসূর্যস্পশ্যা হতে হবে।


একসাথে -সতীন, বিধবা, কুলটাসপত্নী অর্ধাঙ্গিনী অরক্ষনীয়া অসূর্যস্পশ্যা। এই কয়টি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url