নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি এবং নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল -
মনে রাখার সহযার্থে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি তা রঙিন করে দেখানো হলো-
1.নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল -
সধবা হোক বা বিধবা হোক আজকালকার সুজলা-সুফলা, রূপসী ললনারা অসূর্যম্পশ্যা না হওয়ায় আজ অরক্ষনীয়।
তাই কলঙ্কিনী অর্ধাঙ্গিনী অন্তসত্তা হওয়ায় সৎমা এয়ো ও দাই খুজতে গেল ।
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি তা নিচে দেওয়া হলো ও শব্দগুলোর অর্থের সংকলন দেওয়া হলো-
সধবা/এয়ো- যে নারীর স্বামী জীবিত আছে
সপত্নী- স্বামীর দ্বিতীয় স্ত্রী, সতীন
কুলটা- অসতী নারী
বাইজি পেশাদার গায়িকা/নর্তকী
অসূর্যস্পশ্যা- যে নারী সূর্য দেখেনা (অন্তপুরে থাকে)
দাই- পালনকারী, ধাইমা, ধাত্রী
অরক্ষনীয়া- রক্ষা করা যায় না এমন
2.নিত্য স্ত্রীবাচক শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল
- নং-২
স্বদবা, বিধবা, সতীন যাই হোক না কেন ? এরা একে অপরের সপত্নী হয়েও ডাইনি, পেত্নী, শাকচুন্নী, কুলটা বলে ডাকে এদিকে রূপসী, স্বজনী,অসূর্যম্পশ্যা সমাজের অধাঙ্গিনী হয়েও বাইজির মতো অঙ্গনা অবস্থায় অন্তঃসত্বা হয়ে অরক্ষনীয়া সব রেখে ললনার সঙ্গে এয়ো ও দায়ি খুঁজতে যায়
নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ মনে রাখার ম্যাজিক কৌশল -
আমার আদেশ কোন সতীন, বিধবা, কুলটা,কে সপত্নী করা যাবে না।
আর অর্ধাঙ্গিনী কে অরক্ষনীয়া না হয়ে অসূর্যস্পশ্যা হতে হবে।
একসাথে -সতীন, বিধবা, কুলটাসপত্নী অর্ধাঙ্গিনী অরক্ষনীয়া অসূর্যস্পশ্যা। এই কয়টি নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ।
আরো পড়তে click করুন
নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ এবং মনে রাখার কৌশলAnd for more stay connected with our Facebook page and Youtube chenel
