সূর্য এর গুরুত্বপূর্ণ ৪০টি সমার্থক শব্দ।।
সূর্য এর গুরুত্বপূর্ণ ৪০টি সমার্থক শব্দ বা প্রতিশব্দ গুলো নিচে দেওয়া হলো-
উত্তর - সূর্য এর সমার্থক শব্দগুলো হলো-
আফতাব, মিহির, অর্ক, বালার্ক, ভানু,
ভাস্কর, মার্তণ্ড, সবিতা, সূর, হরিদশ্ব,
বিভাবসু, প্রভাকর, দিবাকর, আদিত্য, অংশুমান, বিভাকর, দিনেশ, খগ, সুতপা, বন্দুকবন্ধু, দিনপতি, তপন, অর্যমা, কিরণমালী, অংশুমালী, সবিতৃ, দিনকর, দিনপতি, দিবানাথ, সূরি, ইতু, সুরজ, ময়ূখমালী, তমোহর, চিত্রভানু, বিবস্বান, পূষণ, দিনমণি, অংশুধর, ঊষাপতি ।
সূর্য এর সমার্থক শব্দ বা প্রতিশব্দ থেকে প্রতিযোগিতামূলক পরিক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-
০১. সূর্য এর সমার্থক শব্দ নিচের কোনটি ?
(ক) নিশাকর। (খ) ভানু।
(গ) দিবাকর। (ঘ) জলধি।
০২ "সবিতা" শব্দের অর্থ?
(ক) চাঁদ।
(খ) সূর্য।
(গ) সমুদ্র।
(ঘ) স্বর্গ ।
০৩. সূর্য এর প্রতিশব্দ কোনটি ?
(ক) শর্বরী।
(খ) শশীকর।
(গ) শশধর।
(ঘ) মার্তণ্ড।
০৪. নিচের কোন শব্দটি ভিন্ন অর্থ প্রকাশ করে ?
(ক) সুধাংশু।
(খ) চন্দ্র।
(গ) সোম।
(ঘ) বিভাবসু।
০৫. সমার্থক শব্দগুচ্ছ নির্দেশ করো ?
(ক) সুধাকর, ইন্দু।
(খ) পুস্প,অরি।
(গ) দিনমণি,দিনকর।
(ঘ) পক্ষি,সবিতা।
০৬. সূর্য শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
(ক) আফতাব।
(খ) মিহির।
(গ) ইন্দু।
(ঘ) অর্ক।
প্রতিশব্দ বা সমার্থক শব্দ কাকে বলে
সমার্থক শব্দের অর্থ হলো সমার্থবোধক, সমার্থসূচক, একার্থবোধক, এক বা অনুরুপ অর্থবিশিষ্ট। সমার্থক শব্দ এর ইংরেজি প্রতিশব্দ Synonym.
যে শব্দ সমান অর্থ প্রকাশ করে তাই সমার্থক শব্দ।
