আরবি শব্দ মনে রাখার কৌশল।। আরবি শব্দ ভান্ডার
আরবি শব্দ মনে রাখার সহজ উপায়
আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ ও তার সৃষ্টির প্রতি ঈমান আনতে হবে। কুরআন ও হাদিসে - কালেমা, সালাত, সাওম, হজ ও যাকাতের কথা বলা হয়েছে। আরও বলা আছে হালাল, হারাম কোরবানি, ওযু, গোসলের কথা। ভুল করলে তওবা করতে হয়।
আল্লাহর এইসব আদেশ মানলে জান্নাত, না মানলে জাহান্নাম।
আরবি শব্দঃ আল্লাহ, ইসলাম, ঈমান, কুরআন, হাদিস, কালেমা, সালাত, সাওম, হজ, যাকাত, হালাল, হারাম, কোরবানি, ওযু, গোসল, তওবা, জান্নাত জাহান্নাম।
১.প্রশাসনিক ও সাংস্কৃতিক আরবি শব্দ
আজ আমাদের মহকুমা আদালত প্রাঙ্গনে অনেক ভির। এজলাসে রায় হবে একটি কেসের। মুন্সেফ সাহেব এসে পৌঁছেছেন। সেখানে উকিল, মোক্তাররা কিতাব-কানুন, দোয়াত-কলম নিয়ে বসেছেন। কেসটি আজ খারিজ হওয়ার কথা কিন্তু বিবাদি পক্ষের ওজরে কেস পিছিয়ে গেল। তাই সবাই এখন কেচ্ছা বলায় ব্যস্ত।
আরবি শব্দঃ মহকুমা, আদালত, এজলাস, রায়, মুন্সেফ,উকিল, মোক্তার, কিতাব,কানুন, সোয়াত, কলম, খারিজ, ওজর, কেচ্ছা।
২.প্রশাসনিক ও সাংস্কৃতিক আরবি শব্দ
আজ ঈদ। আমাদের মসজিদের আলেম সাহেবের অনেক এলেম। তিনি আজ হালাল-হারাম নিয়ে ওয়াজ করেছেন। তিনি বললেন, “বাকি খাওয়া ঠিক নয়, সর্বদা নগদ টাকায় জিনিসপত্র ক্রয় করা উচিত।
আরবি শব্দঃ
ঈদ, আলেম, এলেম, হালাল, হারাম, নগদ ও বাকি।
আরো পড়ুন -
নিপাতনে সিদ্ধ সন্ধি মনে রাখার ম্যাজিক কৌশল
And for more stay connected with our Facebook page and Youtube chenel
