উচাটন এর বিপরীত শব্দ কি ?

 উচাটন এর বিপরীত শব্দ 


What is the opposite word of Uchaton?

উত্তর-উচাটন এর বিপরীত শব্দ হলো -প্রশান্ত

উচাটন এর বিপরীতার্থক শব্দ থেকে প্রতিযোগিতামূলক পরিক্ষায় বার বার  আসা গুরুত্বপূর্ণ  MCQ প্রশ্ন-


➤(০১)উচাটন এর বিপরীত শব্দ কোনটি-? 

ক. ঊধ্বটান। 


✔খ. প্রশান্ত। 


গ.ঊচু-নিচু। 


ঘ. উত্তাল। 


উত্তর -(খ) প্রশান্ত। 



➤(০২) নিচের কোনটি উচাটন শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে ? 


ক. ঊধ্বটান। 


✔খ. প্রশান্ত। 


গ.ঊচু-নিচু। 


ঘ. উত্তাল। 


➤আরো পড়ুন-


আকাশ শব্দের সমার্থক শব্দ।। 


নারী শব্দের সমার্থক শব্দ।। 


পাখি শব্দের সমার্থক শব্দ।। 


সূর্য এর গুরুত্বপূর্ণ ৪০টি সমার্থক শব্দ।।


চাঁদ এর গুরুত্বপূর্ণ ৪১টি সমার্থক শব্দ।।


পাহাড় এর গুরুত্বপূর্ণ ২২টি সমার্থক শব্দ।।





বিপরীতার্থক শব্দ মূলত কাকে বলে


-কোন শব্দের বিপরীত অর্থবোধক শব্দকেই সেই শব্দের বিপরীতার্থক শব্দ বলে। 

 যেমন- 

"সমৃদ্ধ" শব্দের বিপরীতার্থক শব্দ হল "দারিদ্র্য"।

"কঠিন" শব্দের বিপরীতার্থক শব্দ হল "সহজ"।

"আদর্শ" শব্দের বিপরীতার্থক শব্দ হল "বিলম্ব"।


বিপরীত শব্দ অনুধাবন


যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। যেমন, বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী; জীবিত-মৃত; পিতা-মাতা ইত্যাদি। এসব শব্দযুগলের একটি বৈশিষ্ট্য হলো, এগুলোর একটিকে অস্বীকার করার মানে অন্যটিকে স্বীকার করে নেওয়া। যদি কারো সম্পর্কে বলা হয় তিনি ‘বিবাহিত’, তবে বোঝায় যে তিনি ‘অবিবাহিত' নন। আবার যদি বলা হয় তিনি ‘অবিবাহিত', তবে বোঝায় তিনি 'বিবাহিত' নন।



বিপরীত শব্দ তৈরি

শব্দের পূর্বে অ, অন, অনা, অপ, অব, অবি, দূর, না, নি, নির প্রভৃতি উপসর্গ যুক্ত করে বিপরীত শব্দ তৈরি করা যায়। যেমন চেনা থেকে অচেনা; আদর থেকে অনাদর; নশ্বর থেকে অবিনশ্বর। তবে এমন বহু শব্দ - রয়েছে যেগুলোর বিপরীত শব্দ গঠনগতভাবে আলাদা। যেমন - ধনী-গরিব, আদি-অন্ত, নিন্দা-প্রশংসা ইত্যাদি।


উপসংহার 

এই পোস্টিতে আমরা উচাটন এর সঠিক বিপরীতে শব্দ কি তা তুলে ধরার চেষ্টা করেছি । আর এর পরেও যদি উচাটন এর বিপরীতার্থক শব্দ সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে আপনাদের কাছে তাহলে পোস্ট টির নিচে কমেন্ট বক্সে আমাদের জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনার প্রশ্নের সঠিক ও নির্ভূল উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 


আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত শিক্ষনীয় বিভিন্ন ধরনের জ্ঞান মূলক পোস্ট করে থাকি। আমাদের এই ওয়েবসাইেরট সাথে থাকলে শিক্ষনীয় বিভিন্ন ধরনের জ্ঞান মূলক পোস্ট সম্পর্কে জানতে পারবেন। তাছাড়াও আপনার অন্য কোন ধরনের জ্ঞান মূলক প্রশ্ন জানার প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার পছন্দের প্রশ্নের সঠিক ও নির্ভূল উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ । 


Facebook 

Twitter 

Penterest

Linked 

স্যোস্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের সকল আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ, টুইটার, পিন্টারেস্ট, লিংকডিন প্রোফাইলের সাথে এখনি যুক্ত হোন। 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url