সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি


সাক্ষী গোপাল বাগধারাটির সঠিক  অর্থ -
সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি



✔উত্তর:- সাক্ষী গোপাল বাগধারাটির সঠিক অর্থ হলো-নিষ্ক্রিয় দর্শক, 


সাক্ষী গোপাল বাগধারাটির উদাহরণ -

◑গোপালকে সাক্ষী রাখলাম তুইই চুরি করেছিস।

◑আমি কাজটি করেছি কিনা তা গোপাল সাক্ষী। 


প্রতিযোগিতামূলক পরিক্ষায় সাক্ষী গোপাল বাগধারাটির MCQ প্রশ্ন যে ভাবে আসে-

০১. সাক্ষী গোপাল বলতে বুঝায়-?

(ক) নিষ্ফল অনুনয়

(খ) ঘাড় ধাক্কা দেয়া

(গ) অর্থের কু-প্রভাব

(ঘ) নিষ্ক্রিয় দর্শক


০২.সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ  কি-?

(ক) হঠাৎ বড়োলোক হওয়া

(খ) অর্থের কু-প্রভাব

(গ) নিষ্ক্রিয় দর্শক

(ঘ) অপদার্থ


০৩ সাক্ষী গোপাল বাগধারাটির প্রকৃত অর্থ হলো-?

(ক) লিখিত আদেশ

(খ) নিষ্ক্রিয় দর্শক

(গ) নগদ উপার্জন

(ঘ) লিখিতভাবে


০৪.সাক্ষী গোপাল বাগধারাটির সঠিক অর্থ কোনটি-?

(ক) ফাঁকির মনোভাব

(খ) নিষ্ক্রিয় দর্শক

(গ) অর্থের কু-প্রভাব

(ঘ) নষ্ট হওয়া


০৫.সাক্ষী গোপাল এর বিশিষ্ট অর্থ কী-?

(ক) নাছোড়বান্দা

(খ) সামান্য ব্যক্তি

(গ) নিষ্ক্রিয় দর্শক

(ঘ) বিপদে দিশেহারা হওয়া


০৬. নিষ্ক্রিয় দর্শক অর্থ কোন বাগধারাটির মধ্যে আছে-?

(ক) সংকীর্ণমনা লোক

(খ) যা সহজে মরে না এমন

(গ) সাক্ষী গোপাল

(ঘ) অন্ধ অনুকরণ করা



  • বাগধারা কাকে বলে 

বাগধারা অর্থ বচনরীতি বা কথার ধারা। 

ইংরেজি ইডিয়াম কে বাংলায় বলা হয় বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ। অর্থাৎ  বাগধারার এর ইংরেজি প্রতিশব্দ idiom. 


বাগধারা  বাংলা বাক্-প্রবাহের একটি বিশেষ রীতি বা ঢং।


সাধারনত যে শব্দ বা শব্দসমষ্টি কিংবা  বাক্যাংশ শুধু আভিধানিক  অর্থে ব্যবহৃত না হয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বাগধারা বা বাগবিধি বলে।


সহজ ভাষায় বলতে গেলে-

বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগধারা বলে। বাগধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।


বাগধারা যেহেতু আক্ষরিক  অর্থ ধারন করে না, সেহেতু বাগধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।


বাগধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক। বাগধারা ধারন করে গভীর ভাব, প্রকাশ করে বিশেষ অর্থ । শব্দের সাধারণ অর্থকে অতিক্রম করে বাগধারায় প্রকাশ পায় রুপকাশ্রয়ী অভিব্যাক্তি বা ব্যঞ্জনা। বাক্যকে বিশেষ ব্যঞ্জনা করাই এর কাজ। 


যেমন-অঘাটে জল খাওয়া-বাজে কাজ,ভুল কাজ বা অনুচিত কাজ করা। যা আক্ষরিক অর্থ ধারন করছে না। 


পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা গদ্যে প্রথম বাগধারার সার্থক প্রয়োগ ঘটান


✔আর পড়ুন-

নয় ছয় বাগ্‌ধারাটির অর্থ কি


হাত ধুয়ে বসা বাগ্‌ধারাটির অর্থ কি


ডুমুরের ফুল বাগ্‌ধারাটির অর্থ কি




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url